বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ শনিবার বেলা সাড়ে বারোটার দিকে কেশবপুর উপজেলার সাতবাড়িয়ার অবৈধ পশু হাট দখলকে কেন্দ্র করে দুপক্ষের গোলযোগের ঘটনায় পুলিশ ৩জনকে আটক ও ১১টি মটর সাইকেল জব্দ করেছে।
এলাকাবাসী জানান, ১৪২৮ বঙ্গঃ সালের ইজারাদার হিসেবে কেশবপুর পৌর যুবলীগ নেতা লিটন গাজী সাতবাড়ীয়া সাধারণ হাট ক্রয়ের পর থেকে পশু হাটটি দখলের চেষ্টা করে আসছিল। আজ শনিবার কেশবপুর থেকে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে গেল দু পক্ষের মধ্যে তিব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনা স্থল থেকে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লা, সাবেক ইউপি সদস্য মোহম্মদ আলী, কেশবপুর পৌর যুবলীগ নেতা ও সাতবাড়িয়া সাধারণ হাটের ইজারাদার লিটন গাজিকে আটক করেছে। এসময় ঘটনা স্থল থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দের ফেলে আসা ১১টি মটর সাইকেল পরিত্যক অবস্থায় উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এ প্রতিনিধিকে জানান, স্থানীয় চেয়ারম্যান সামসুদ্দিন দফাদারের দখলে থাকা সাতবাড়িয়া পশু হাট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
আটক কৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।