Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মৌসুমের দ্বিতীয় কালবৈশাখীতে বিদ্যুৎ ব্যবস্থা আবারো বিপর্যস্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৩৫ পিএম

মৌসুমের দ্বিতীয় কালবৈশাখীতে বরিশাল সহ দক্ষিনাঞ্চলের বিদ্যুৎ সরবারহ ব্যবস্থা আবারোও বিপর্যস্ত হয়ে পড়ে শণিবার প্রত্যুষে। সকাল ৫টা থেকে প্রায় ৫০ মিনিটের এ কালবৈশাখী ঝড়ের তীব্রতা ছিল ঘন্টায় ৫৫ কিলোমিটার। তবে বৃষ্টির তেমন দেখা ছিলনা। বরিশাল মহানগরীর বাইরে কোন কোন এলাকায় সামান্য বৃষ্টি হলেও আবহাওয়া অফিস কোন বৃষ্টিপাত রেকর্ড করতে পারেনি। এরআগে গত ৪ এপ্রিল দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসমের প্রথম কালবৈশাখী ঝড়ের তীব্রতা ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার। সেদিনও কোন বৃষ্টিপাত ছিলনা।

শণিবার প্রত্যুষে ৫ টায় উত্তর-পূর্ব দিক থেকে কালবৈশাখী ঝড় প্রায় ৩৫ কিলোমিটার বেগে বরিশাল মহানগরী সহ সন্নিহিত এলাকায় আঘাত হানার সাথেই বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই বাতাশের তীব্রতা ৫৫ কিলোমিটারে বৃদ্ধি পায়। এভাবে টানা ৪০ মিনিট পরে ঝড়ের তীব্রতা ধীরে হ্রাস পেতে শুরু করে। প্রায় ৫৫ মিনিট পরে ঝড় স্তিমিত হলেও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থা পূণর্বহাল হতে শুরু করে আরো ঘন্টা দেড়েক পরে। তবে কোন কোন এলাকায় বিদ্যুৎ ফিরে আসে ২-৩ ঘন্টা পরে।
শণিবারের এ কালবৈশাখী ঝড়ে ফসলের তেমন কোন ক্ষতি না হলেও বৃষ্টির খুব প্রয়োজন ছিল বলে কৃষিবীদগন জানিয়েছেন। গত ৪ মাসেরও বেশী সময় ধরে দক্ষিনাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান প্রায় শূণ্যের কোঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩
১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ