Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৫৩ মামলা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৯:৫৬ পিএম

যশোরে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সদর উপজেলাসহ ৭ উপজেলায় ৫৩ মামলায় ২২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার ১৬ এপ্রিল এ জরিমানা আদায় করেন।

২২ হাজার ৫শ টাকা জরিমানা মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি মামুনুর রশীদ ৫ টি মামলায় ৬শ টাকা, মেহরাজ শারবীন ৬টি মামলায় ৯শ টাকা, শেখ মঈনুল ইসলাম মঈন ৪টি মামলায় ১৪শ টাকা, কাজি আতিকুর রহমান ৪টি মামলায় ২ হাজার টাকা, মোঃ মনিরুজ্জামান ৩টি মামলায় ৬শ টাকা, হাফিজুল হক ৫টি মামলায় ১১শ টাকা, সদরের উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ৫টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

অভয়নগরের উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান ৪টি মামলায ৬৫শ টাকা, অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল ৬টি মামলায় ৪২শ টাকা, মনিরামপুরের সহকারী কমিশনার ভূমি পলাশ কুমার দেবনাথ ৪টি মামলায় ৮শ টাকা, কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৩টি মামলায় ২৪শ টাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ৪টি মামলায় ১ হাজার টাকা, জরিমানা আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ