বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ছোটবানীয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের একজনের নাম মাহবুব আলম। তিনি জানান, তার পরিবারের সঙ্গে একই এলাকার সামসু, সুমন, শামীম, শাহনাজের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধে চলে আসছিল।
তিনি জানান, এর জের ধরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত দুই থেকে তিনজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহবুব আলমের বাড়িতে প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন মাহবুব আলমের মা মারিয়া বেগম ও ছোট ভাই মোমেন বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের ডাক-চিৎকারে মাহবুব আলম বাঁচাতে এগিয়ে যান। প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। তখন তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। সেই সময় হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যান।
এ ঘটনায় মাহবুব আলম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।