Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু কুরবানী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৭:০৯ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু কুরবানী দিয়েছেন বিএনপি নেতা মো: মামুন বিন আব্দুল মান্নান।

ময়মনসিংহের নান্দাইলে একটি ষাঁড় গরু কুরবানী দিয়ে মামুনের পক্ষে গরুর গোশত স্থানীয় গরিব, দুঃস্থ মানুষ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।

ময়মনসিংহ-৯ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, এছাড়াও তিনি নানাবিধ অসুস্থতায় ভুগছেন। তার সুস্থতা কামনা করে দেশনেত্রীর জানের সাদকা হিসেবে একটি গরু কুরবানী করে স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়। তার সার্বিক সহযোগিতায় নান্দাইল বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে শুক্রবার(১৬ এপ্রিল) এতিম খানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ছাড়াও সবার কাছে দোয়া কামনা করেন মামুন বিন আব্দুল মান্নান।



 

Show all comments
  • Md. Solaiman mollah ১৬ এপ্রিল, ২০২১, ১০:৫১ পিএম says : 0
    যে যে দলের আদর্শ সে সেই দলের প্রতি আনুগত্যতা প্রকাশ করবে।এটা স্বাভাবিক ।দলের পাশাপাশি দেশের প্রতিও সকলকে আনুগত্য থাকতে হবে ।দেশে থাকলে দল থাকব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ