Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার বোন যাকাত পাবার যোগ্য। সে তার স্বামীর বাড়িতে থাকে। আমি কি তাকে আমার যাকাতের টাকা দিতে পারবো? এই মুহূর্তে তার একটি মোবাইল প্রয়োজন, বিনোদনের জন্য নয়। যোগাযোগের প্রয়োজনেই তার এটা এখন দরকার। মোবাইল না থাকায় তার সাথে যোগাযোগ করতে পারি না। কিন্তু তার হাতে মোবাইল কেনার টাকা নাই। যাকাতের টাকা দিয়ে আমি কি তাকে মোবাইল কিনে দিতে পারবো। আলাদা বসবাসকারী আপন ভাইকে কি যাকাতের টাকা দেওয়া যাবে?

আমিনা আক্তার
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৬:২০ পিএম

উত্তর : আপন ভাইবোনকে যাকাতের টাকা দেওয়া যায়। আপনার বোনকে যাকাতের টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারবেন। ভাইকেও যাকাত দিতে পারবেন। যাকাত কেবল নিজের পিতামাতা ও তার ওপরের মূল সিড়িটিকে দেওয়া যায় না, যেমন আপন দাদা-দাদি, নানা-নানি কিংবা তাদের বাবা-মা। আর নিজের সন্তান ও তাদের নিচের মূল সিড়িটিকে দেওয়া যায় না, যেমন নাতি-নাতনি, পুতি-পুতনি। তবে, ভাইবোনকে দেওয়া যাবে। চাচা, ফুফু, মামা, খালা এবং তাদের শাখা প্রশাখা সবাইকে যাকাত দেওয়া যাবে। এসব আত্মীয়র মধ্যে যাকাত পাওয়ার হকদার লোক থাকলে তাদের দেওয়ায় উত্তম। যাকাত যাকাত হিসাবে বলে দিতে হয় না। অন্য কোনো ভাবে নিজে নিয়ত করে দিয়ে দিলেই যাকাত আদায় হয়ে যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
inqilabqna@gmail.com



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ