Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ৪৯ ক্রেট আম বিনষ্ট

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ১:২০ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে জব্দ ৪৯ ক্রেট আম বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা মোড়ে পিকাপের চাকায় পিষে খাওয়ার অনুপযোগী এসব আম বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, এএসআই সেলিম রেজা, সন্দীপ সমাদদার প্রমূখ।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, কাঁচা আম বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাতকরণের প্রচেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় বুধবার উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে আমগুলো জব্দ করে পুলিশ। তা খাওয়ার অনুপযোগী হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়েছে।
অপরদিকে, স্থানীয়রা জানান, মোস্তাকসহ চারজন প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ