Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবি নামাজ আদায় করতে হবে’

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের পটিয়া পৌর মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় পটিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯৫টি মসজিদে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে মসজিদ কমিটির সভাপতি ও ইমামদের উপস্থিতি এ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে রয়েছে ইফতারের জন্য খেজুর, করোনার জন্য সাবান, টিক্সল, বিচিং পাউডার।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব নেজামুল হক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর, জসিম উদ্দীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম প্রমুখ। পৌর মেয়র ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবি নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটি মসজিদে করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করবেন। এছাড়া মসজিদের ভেতরে বাইরে বিচিং পাউডার দিয়ে ধৌত করণসহ মসজিদে মুসল্লি প্রবেশের সময় টিক্সল ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ