Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় মোট গ্রেফতার ১৬৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ২টি মামলা ও ৬০ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকেলের পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫১টি মামলা হয়েছে। এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে তিনি হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেন এবং আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সাথে কথা বলেন ও অন্যান্য আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, দফতর সম্পাদক তানজিল আহমেদ, সহ-সভাপতি পীয‚ষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, যুগ্ম সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দফতর সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেনসহ সিনিয়র সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ