Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধিনিষেধে বন্ধ থাকবে বিমা অফিস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে বিমা কোম্পানির অফিস বন্ধ থাকবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিমা কোম্পানির অফিস বন্ধ রাখতে। আমরা সেই নির্দেশ অনুসারে ২১ তারিখ পর্যন্ত বন্ধ রাখব। ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে। দেশে বর্তমানে লাইফ-নন লাইফসহ মোট ৭৮টি বিমা কোম্পানি রয়েছে। বিমা কোম্পানিগুলোতে পরোক্ষ-প্রত্যক্ষভাবে ২ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ