Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করবে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

কঠোর লকডাউনে সংক্রমণের ঝুঁকি নিয়েও যারা পোশাক কারখানায় কাজ করবেন তাদের বেতন বোনাস নির্ধারিত সময়েই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ’র নব নির্বাচত সভাপতি ফারুক হাসান।

গতকাল সিপিডি আয়োজিত এক অনলাইন সেমিনারে তিনি এ কথা জানান।
এসময় ‘করোনার দ্বিতীয় ঢেউ, কীভাবে সামলাবো’ বিষয়ক সিপিডি’র অনলাইন সেমিনারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সংক্রমণ কমাতে সারা দেশে এক সঙ্গে লকডাউন দেয়ার চেয়ে এই মুহুর্তে সংক্রমণ বেশি এমন জেলায় লকডাউন দেয়া উচিত। প্রয়োজনে জনসমাগম ঠেকাতে কারফিউ দেয়ার পরামর্শও দেন অনেকে। এছাড়াও মৃত্যু হার কমাতে উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই করোনা টেস্ট করানোর পরামর্শ দেন তারা।
করোনা সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন সবার জন্য টিকা নিশ্চিত করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ