Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বিদ্যমান করোনা পরিস্থিতিতে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশে কোয়ারেন্টিন সংক্রান্ত হাইকোর্টের আদেশ প্রতিপালিত হয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশের ‘প্রাপক’ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজিসহ সংশ্লিষ্টদেরকে। নোটিশে উল্লেখ করা হয়, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরসহ দেশের প্রতিটি বন্দর দিয়ে বিদেশফেরত বা বিদেশ থেকে আসা ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা চিহ্নিত করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ এবং মন্ত্রণালয়ের নির্ধারিত হাসপাতাল বা শেল্টার হাউজে পৌঁছে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ