Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীনগরে ৬শ’ পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

শ্রীনগর উপজেলা বাঘড়ায় পবিত্র রমজান উপলেক্ষ ৬শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় পূর্ব বাঘড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ও সমাজ সেবক হান্নান শাহ’র ব্যাক্তিগত আর্থিক সহযোগীতায় মুড়ি, সোলা, খেজুর, পেয়াজ, চিনি, তেল, ঢাল ও অর্থ বিতরণ করা হয়। উল্লেখ্য, তিনি গতবছর করোনায় ও বন্যায় ৯৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেছেন।
বাঘড়া ইউনিয়নের সমাজ সেবক মনোরা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান মসিউর রহমান মামুন। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, চেয়ারম্যান প্রাথী আবু আল নাসের তানজিল, ইউপি সদস্য আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন মেজবাহ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ