রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গ্রীষ্মের দাবদাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় করেছেন এলাকাবাসী। গত রোববার সকালে উপজেলার ইমামপুরা ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ষোলআনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান।
নামাজে উপস্থিত মুসল্লি ষোলআনী গ্রামের হাফেজ জানান, যেকোনা প্রয়োজনে বিপদ-আপদে আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি দোয়া কবুল করেন। এ বছর প্রচন্ড দাবদাহে স্বাভাবিক জীবন অতিষ্ঠ। একই সঙ্গে ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় বিশ্বনবী (সা.)’র সুন্নত অনুযায়ী আল্লাহর কাছে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই নামাজ আদায় করা হলো। ষোলআনী, বাগাইকান্দি, আধারমানিক, দৌলতপুর ও ইমামপুরসহ বিভিন্ন গ্রামের হাজারো মানুষ এ নামাজে অংশগ্রহণ করে দোয়া কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।