রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসন অভিযান চালিয়ে ১টি ভ্যাকু ও ৪টি ট্রাক্টর জব্দ করেছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আগেই খবর পেয়ে পালিয়ে যায়। গত রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।
জানা যায়, গোমতী নদীর পাড় ও ডিমচরের মাটি যাচ্ছে ইটভাটায় শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসলে এই অভিযান চালানো হয়। সরেজমিনে জানা যায়, লালপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফুল মিয়া ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মঙ্গল মিয়া অবৈধভাবে গোমতী নদীরপাড় থেকে এবং ডিমচরের মাটি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার চরচাষি গ্রামের কবির ও জাহাঙ্গীরের নিকট বিক্রি করে আসছে। তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নিকট এমন অভিযোগ করেন। এ ঘটনায় লালপুর ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা রতন কুমার দেববর্মা বাদী হয়ে তিতাস উপজেলার লালপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ফুল মিয়া ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মঙ্গল মিয়ার নাম উল্লেখ করে একটি মামলা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম জানান, গোমতী নদীর তীর ও ডিমচর থেকে মাটি কেটে নিচ্ছে এমন খবর পেয়ে রোববার সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে ১টি ভ্যাকু ও ৪টি ট্রাক্টর জব্দ করে। এছাড়া একটি মামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।