Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত রোববার রাউজান পৌরসভার কনফারেন্স রুমে মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। প্রকৌশলী রুমেল বড়–য়ার সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আলমগীর আলী, কাজী ইকবাল প্রমুখ। সভাশেষে পৌরসভায় নান্দনিক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার শুভ উদ্বোধন করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এবি এম ফজলে করিম চৌধুরী এমপি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পৌরসভার উন্নয়ন কর্মকান্ড বেগমান ও পৌরবাসীর সেবা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি পৌরসভার প্রতিটি কক্ষ পরিদর্শন করে নতুন মেয়রকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ