Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান চসিক মেয়রের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনালকডাউনের মধ্যে অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল রোববার নগরবাসীর উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে। এ অবস্থায় সরকারের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। তিনি প্রশাসনকে এ ব্যাপারে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, চসিক সামর্থ্য অনুযায়ী আইসোলেশন সেন্টার স্থাপনসহ ৪১টি ওয়ার্ডে শনাক্ত রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এর আগে মেয়র নগরীর এনায়েত বাজারে হেলে পড়া ভবন পরিদর্শনে যান। এ সময় মেয়র বাড়ির মালিককে ভবনটি ভেঙে পুনরায় নিয়ম মেনে নির্মাণের পরামর্শ দেন। স্থানীয় কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুসহ কর্পোরেশনের কর্মকর্তারা মেয়রের সাথে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চসিক মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ