Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত সচিবরা কেমন আছেন?

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাস কাউকেই চাড়ছে না। রাজনীতিক, মন্ত্রী, এমপি, শিল্পী, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এমনকি সিনেমার নায়িকাও করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না।

এদিকে সরকারের গুরুত্বপূর্ণ আমলারাও করোনা সংক্রমন থেকে রেহাই পাচ্ছেন না। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিব। তাদের মধ্যে আছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। বর্তমানে কেমন আছেন প্রশাসনের সবচেয়ে বড়পদে চাকরিরত সচিবরা? খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। জানতে চাইলে তার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘তিনি বর্তমানে ভালো আছেন। স্বাভাবিক আছেন। বাসা থেকে আজও অনলাইনে একটি মিটিংয়ে অংশ নেন তিনি।’

গত ১ এপ্রিল রাত থেকে শারীরিক জটিলতা দেখা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স¤প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি হওয়া সচিব মো. আব্দুল মান্নানের। এরপর করোনা শনাক্ত হয় তার। পরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন।

শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘একটু আগে হাসপাতাল থেকে বাসায় আসলাম। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।’

মার্চের শেষের দিকে করোনায় আক্রান্ত হন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘তিনি এখন ভালো আছেন।’

করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। তার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান বলেন, ‘দুই সপ্তাহের বেশি হলো তিনি করোনায় আক্রান্ত। সাতদিন হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি বাসায় আছেন। সুস্থ থাকলেও তিনি করোনা নেগেটিভ হননি।’

গত ২৩ মার্চ আক্রান্ত হলেও এখন করোনামুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। তার ব্যক্তিগত কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মহন্ত বলেন, গত ৩ এপ্রিল তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি অফিস করছেন।

করোনায় আক্রান্ত সচিবদের সকলেই ভালই আছেন বলে তাদের ব্যাক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ