Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৫০

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে স্টেশনের ওপর ডিসের তারে জড়িয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে সদান্দপুর এলাকায় শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টেশনের বুকিং সহকারী কাম স্টেশন মাস্টার হামিদুল ইসলাম হীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দর এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম. মনসুর আলী স্টেশনে ঢোকার সময় ওপর দিয়ে টানানো ডিস লাইনের তারের সঙ্গে আটকে যায় যাত্রীরা। সে সময় যাত্রীরা বৈদ্যুতিক তার ভেবে ট্রেনটির ছাদ থেকে মাটিতে লাফিয়ে পড়েন।

হুড়োহুড়ি ও লাফালাফি করে নামতে গিয়ে কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হন। ট্রেনটির গতি কম থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী, ট্রাফিক পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

স্টেশনের ওপর দিয়ে স্থানীয় ডিস ব্যবসায়ীরা অবৈধভাবে ক্যাবল বা তার টানানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ