পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার ১৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকের লেনদেনের সময় বাড়িয়ে দুপুর ১ টা পর্যন্ত করা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ৩টা পর্যন্ত। এর আগে গত ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহকদের লেনদেনের নির্দেশনা ছিল।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখতে পারবেন। ব্যাংক কোম্পানি আইন (১৯৯১-এর ৪৫ ধারা) মোতাবেক এ নির্দেশনা জারি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।