Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার দেবহাটায় ভিজিএফের চাউলসহ আটক তিন

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় ভিজিএফের সাড়ে ৬শ’ কেজি চাউল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চাউলগুলো উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু ও মাসুম বিল্লাহ।

দেবহাটা উপজেলার একটি দায়িত্বশীল সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার গরীব ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরণ শুরু করে। এই কর্মসূচির আওতায় দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে বিতরণকৃত চাউলের মধ্যে ৫৫ বস্তা চাউল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেমসহ অন্যান্য ইউপি সদস্যরা যোগসাজশে আজগর আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। আজগর আলী ওই চাউল স্থানীয়দের কাছে বিক্রি করেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে ফজলুর রহমান, আসাদুর রহমান বুলু, মাসুম বিল্লাহ ও আজগর আলীর বাড়ি থেকে ১৩টি বস্তা ভর্তি সাড়ে ৬শ’ কেজি চাউল উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে চাউলগুলো উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার মাসুদ আহমেদ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ