বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ জেলা কারাগারে দুই হাজতির মধ্যে সংঘর্ষে আহত রেজাউল ইসলাম (৪২) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত রেজাউল শৈলকূপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৫ সেপ্টেম্বর জেলখানায় খাবার বিতরণের সময় হত্যা মামলার আসামী রেজাউল ইসলাম ও জয়পুরহাটের বাসিন্দা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শহিদুলের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ডাল তোলা চামচ দিয়ে দুইজন মারামারিতে লিপ্ত হন।
তিনি আরও জানান, শহীদুল এক পর্যায়ে রেজাউলকে মাথায় তুলে আছাড় মারলে মাথায় তিনি গুরুতর আঘাত পান। প্রথমে তাকে ঝিনাইদহ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।