বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : ঈদুল আজহার ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষ ছুটতে শুরুর করায় মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শুক্রবার সকালে শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যান রয়েছে বলে জানিয়েছেন মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার এই রুটে গাড়ির চাপ না থাকলেও শুক্রবার ভোর থেকে পচে পড়া ভিড়। ফাঁকা নেই লঞ্চ ও স্পিড বোট ঘাটও। “শিমুলিয়া প্রান্তেই প্রায় চারশ ছোট গাড়ি, ৭০টির মতো বাস ও বেশ কিছু ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। ভোর থেকেই ঘাটে প্রচণ্ড চাপ পড়েছে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।