পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার নমুনা দেন। গতকাল শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। বেগম জিয়াসহ তার বাসায় অবস্থানকারী ৫জন স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়ার ভাগ্নে ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হলেও বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. মামুন। তিনি বলেন, বাসার একজন স্টাফের জ্বর থাকায় তার করোনা টেস্ট করা হয়, তার পজিটিভ আসলে বাকী সবারই টেস্ট করা হয়। টেস্টে বেগম খালেদা জিয়াসহ তার বাসায় অবস্থানকারী ৫জন স্টাফেরও করোনা পজিটিভ আসে।
তিনি আরও বলেন, বেগম জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক কোন জটিলতা নেই। এমনকি করোনার যেসব লক্ষণ দেখা যায়, জ্বর, কাশিসহ অন্যান্য কোন লক্ষণই তার মধ্যে নেই। শারীরিকভাবে তিনি সুস্থ্য আছেন। খাওয়া-দাওয়াও করছেন স্বাভাবিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।