পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
আইসিডিডিআর,বি-তে পরীক্ষার জন্য গতকাল শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় তার করোনা পজিটিভ।
তবে তার করোনা পরীক্ষার তথ্য জানেন না বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, দলের মহাসচিব ও প্রেস উইংয়ের কর্মকর্তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এখনও বিষয়টি নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। নিশ্চিত হয়ে জানাবো।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের সঙ্গে কথা বলে জেনেছি এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। করোনা পজিটিভের বিষয়টি আমাদের এখনো জানা নেই।’
খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক ডা. মামুন বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্ত নেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম। আমি উপস্থিত থাকাকালীন কোভিড পরীক্ষার কথা আলোচনা হয়নি।
আজ দুপুর ২টায় আমি আবার ম্যাডামের বাসায় যাব। তখন প্রকৃত অবস্থা জানতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।