Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের আত্মতুষ্টির কারণে করোনায় মানুষ মরছে

আলোচনা সভায় বাম গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

সরকারের অবহেলা, দুর্নীতি, আত্মতুষ্টির ফলে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। গতকাল ভার্চুয়ালি এক সভায় এ সব কথা বলা হয়।

সভার এক প্রস্তাবে করোনার সংক্রমণ ও মৃত্যু ভয়াবহ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারের অবহেলা, আত্মতুষ্টি, দুর্নীতির ফলেই করোনার ২য় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমাগত বেড়ে চলেছে।

প্রস্তাবে বলা হয়, ইতিহাস থেকে বর্তমান সরকার কোন শিক্ষাই নেয়নি। ইতিহাস বলে, প্লেগ, স্প্যানিস ফ্লুসহ সকল মহামারীতেই ২য় ঢেউয়ে পূর্বের তুলনায় বেশি মানুষ মৃত্যু বরণ করেছে। ফলে করোনা মোকাবেলায় প্রথমে বলেছিল সরকার করোনার চেয়ে বেশি শক্তিশালী এবং পরে বলা হলো আমরা করোনা জয় করে ফেলেছি। এই দম্ভ এবং আত্মতৃপ্তির কারণেই করোনা পরিস্থিতি আজ নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে, ভয়াবহ রূপ ধারণ করেছে।

সভার প্রস্তাবে বলা হয়, আওয়ামী লীগ সরকার কোন শিক্ষাই নেয়নি। গত বছরেও সাধারণ ছুটি ঘোষণা, তার মধ্যেই গার্মেন্টস বন্ধ, খোলা ইত্যাদির মাধ্যমে শ্রমিকদের একবার গ্রামে পাঠানো, আরেকবার ঢাকায় ফিরিয়ে আনা আবার গ্রামে পাঠিয়ে করোনাকে সারাদেশে ছড়িয়ে দিয়েছিল। এবারেও ৫ এপ্রিল প্রথমে বলা হলো এক সপ্তাহের লকডাউন, পরে বলা হলো কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সর্বশেষ প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হলো চলাচল সীমিত করা হত্যাদি।

জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাজ্জাদ জহির চন্দন, আব্দুল্লাহ আল কাফি রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, মানস নন্দী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনোয়েদ সাকি প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ