Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত আরো ৫২৩ জন

বন্দর হাসপাতালে মিলবে করোনা টিকা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এ সয়ম মোট দুই হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৪ হাজার ৯১ জন। গতকাল শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বেড়েছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৮০ জন। ওইদিন মারা গেছেন তিন জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪১৪ জন।
এদিকে চট্টগ্রাম বন্দর হাসপাতালকে কোভিড টিকা কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আজ রোববার পরীক্ষামূলকভাবে টিকা প্রদান করা হবে। পরদিন আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কাছে বন্দর কর্তৃপক্ষ চিঠি দেওয়ার প্রেক্ষিতে নতুন টিকাদান কেন্দ্র হচ্ছে বন্দর হাসপাতাল। এটি চালু হলে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসীর সুবিধা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ