Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের জমি দখলচেষ্টা পটিয়া থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও গ্রামে নিরীহ কৃষক দেলা মিঞার জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে বাউন্ডারি ওয়াল দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি পটিয়া থানার ওসিকে জানানো হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর পটিয়া থানার উপ-পরিদর্শক সনজয় তদন্ত করছেন। এদিকে, শুক্রবার সকালে কৃষকের জমি জোরপূর্বক দখল চেষ্টা ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও পাননি বলে কৃষকের অভিযোগ।

জানা যায়, উপজেলার পূর্ব হাইদগাঁও ইউনিয়নের নিরীহ কৃষক দেলা মিঞা ও জালাল উদ্দিনের মধ্যে ৩৮ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, পটিয়া পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম বিরোধের বিষয়টি নিস্পত্তি করতে চেষ্টা করেন। উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে বৈঠকের এক সিদ্ধান্তও দেন। জালাল উদ্দিন তার বাউন্ডারি ওয়াল দেয়ার পর কৃষকের প্রাপ্য অংশে জোরপূর্বক ওয়াল দিতে যায়।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, জায়গার বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ