রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুর উপজেলায় হঠাৎ ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টাও আগাম বাঙ্গীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়াও কিছু এলাকায় কাঁচা ও আধাপাঁকা ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই ঝড় ও শিলাবৃষ্টি। তবে ওয়ালিয়াতে আধাঘণ্টা ধরে চলা বৃষ্টির সঙ্গে সবচেয়ে ব্যাপক হারে মাঝারি ধরণের শিলাবৃষ্টি হয় সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। এতে বেশকিছু গাছপালা ও ঘর-বাড়ি ভাঙার খবরও পাওয়া গেছে।
ওয়ালিয়া গ্রামের বাঙ্গীচাষি রাকিব হোসেন জানান, ‘তার চাষকৃত ৬ বিঘা জমির আগাম বাঙ্গীতে আজকের শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে।’ আম চাষি নাজমুল হুসাইন জানান, ‘শিলাবৃষ্টিতে তার আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে।’
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ‘উপজেলার কিছু কিছু এলাকাতে মাঝরী আকারে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের তেমন কিছু ক্ষতি হবে না। তার পরেও কি পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপ-সহকারী কর্মকর্তারা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।