রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে গেছে। ফলে এ সড়কে যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়।
স্থানীয়রা জানায়, নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে ও মাঝখানে দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এরপরও ওই সড়কে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করত। তবে দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন দশা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
পরে রাতে বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর ওঠার সময় ভেঙে খাদে পড়ে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পাশর্^বর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
নাগরপুর থানার ওসি আনিছুর রহমান জানান, বালুভর্তি একটি ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় ভেঙে খাদে পড়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নিলেও সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ট্রাকের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। খুব দ্রুতই সেতুটি ভেঙে সেখানে মাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।