Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দখল নিয়ে দু’গ্রুপের উত্তেজনা

৬ রামদাসহ যুবক গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের উত্তেজনার মাঝে ছয় রামদাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা শেষে ওই যুবককে গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার পৌর এলাকার কাঁচামাটিয়া সেতু এলাকায় ইজিবাইকের স্টেশনে পরিবহনের সাথে জড়িত কথিত এমন তিনটি সংগঠন রয়েছে। পূর্বে দু’টি সংগঠন থাকলেও স¤প্রতি নতুন করে আরো একটি সংগঠন যুক্ত হয়। সেখানে বিভিন্ন অযুহাতে ইজিবাইক থেকে টাকা তোলা নিয়ে পক্ষ গুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। একপক্ষ অন্য পক্ষকে টাকা তুলতে নিষেধ করা নিয়ে গত মঙ্গলবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এমন পরিস্থিতিতে অপ্রিতিকর ঘটনা এড়াতে ইজিবাইক থেকে শ্রমিক কল্যানের নামে টাকা তোলা বন্ধ রাখতে সব পক্ষকে নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই নির্দেশ না মেনে টাকা তোলা অব্যহত থাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফের উত্তেজনা শুরু হয়।

খবর পেয়ে পুলিশ কলেজের সামনে থেকে মো. মাসুদ মিয়া নামের এক যুবককে ছয় রামদাসহ আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মো. মিয়া বলেন, সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় এসআই তানজিল আল আসাদুজ্জামান বাদি হয়ে অস্ত্রআইনে একটি মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ