Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত নগদ অর্থ জেলার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাইলাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাইলাটী ইউনিয়ন আ.লীগের সভাপতি হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের জন প্রতি ৫০০ টাকা করে ৪৩ হাজার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ২ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ