রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত নগদ অর্থ জেলার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাইলাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কাইলাটী ইউনিয়ন আ.লীগের সভাপতি হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নের জন প্রতি ৫০০ টাকা করে ৪৩ হাজার অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ২ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।