Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার

দেশে করোনাভাইরাস ২৪ ঘন্টায় মৃত্যু ৬৩ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

করোনাভাইরাসের লাগাম যেন টেনে ধরাই যাচ্ছে না। গতকালও দেশে করোনাভাইরাসে একদিনে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৬৩ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। গত এক দিনে মৃত ৬৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৫৮৪ জনের মৃত্যু হল।

এর আগে বৃহস্পতিবার ৭৪ জন করোনা রোগীর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা দেশে একদিনে মৃত্যুর সংখ্যায় সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন করোনা আক্রান্ত রোগী। নতুনদের নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ ধরা পড়ার এক বছর পর চলতি বছর মার্চের শেষে প্রথমবারের মতো দেশে এক দিনে পাঁচ হাজারের বেশি রোগী শনাক্তের খবর আসে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ মার্চ ৬ লাখ ছাড়িয়ে যায়। এরপর মাত্র এক সপ্তাহে সেই তালিকায় যোগ হয়েছে আরও অর্ধলক্ষ নাম।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে গত বুধবার দেশে রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরের দিনই তা প্রায় হাজারখানেক কমে যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৩টি ল্যাবে ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৫ হাজার ২৩৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১২ লাখ ৪২ হাজার ১৭৮টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৩ জন পুরুষ আর নারী ২০ জন। তাদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ৩৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ৬২ মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগের ৪২ জন, চট্টগ্রামের ১০ জন, রাজশাহীর ২ জন, খুলনার ৩ জন, বরিশালের ৪ জন, সিলেটের ১ জন এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
করোনাভাইরাসে দেশে মোট মৃত ৯ হাজার ৫৮৪ জনের মধ্যে ৭ হাজার ১৭৩ জন পুরুষ ও ২ হাজার ৪১১ জন নারী। এদের মধ্যে ৫ হাজার ৩৮৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২ হাজার ৩৫৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ হাজার ৬৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৪৭৮ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৮৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে,৭০ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৯ জনের বয়স ছিল ১০ বছরের কম। মোট মৃত ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৫২৪ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৭১৯ জন চট্টগ্রাম বিভাগের, ৫২২ জন রাজশাহী বিভাগের, ৬০৭ জন খুলনা বিভাগের, ২৮৮ জন বরিশাল বিভাগের, ৩৩৫ জন সিলেট বিভাগের, ৩৮১ জন রংপুর বিভাগের এবং ২০৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৩ কোটি ৪০ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৪ হাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ