Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অবশেষে তুলে নেয়া ওয়াহিদকে গ্রেফতার দেখাল ডিবি পুলিশ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৭:৩৯ পিএম

অবশেষে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নেয়া ওয়াহিদকে গ্রেফতার দেখালো জেলা ডিবি পুলিশ। তুলে নেয়ার পর নানা নাটকীয়তার পর শুক্রবার বিকালে তাকে গ্রেফতার দেখানো হলো। নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে মামুনুল কান্ডে জের ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ @ সাইফ ও হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির, অহিদসহ তিনজনকে বিকালে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ।

উল্লেখ্য, ফতুল্লার মাসদাইরে নিজ বাসা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়ে তাবলীগ জামায়েত ও এহসান পরিবারের সদস্য আব্দুল ওয়াহিদ (৩৫) কে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। আব্দুল ওয়াহিদ মাসদাইর শেরেবাংলা রোডস্থ হাজী শহিদুল্লার পুত্র।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে তাকে তার ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোডস্থ নিজ বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটে বলে তার স্বজনরা জানায়।
আব্দুল ওয়াহিদের পরিবারের সদস্যদের দাবী , বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ৭/৮ জন (তাদের মধ্যও দুই থেকে তিনজন পুলিশের পোষাক পরা আর সবাই সাধারণ পোষাক পরা) তাদের বাসায় গিয়ে তার স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। যাবার সময় ডিবি পুলিশ পরিচয়দানকারীরা বলে যায় যে, তার সাথে জরুরী কথা আছে তাই তাক নিয়ে যাওয়া হচ্ছে। খুব তড়িগড়ি করে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে তারা জানান।

আব্দুল ওয়াহিদের স্ত্রী মোসাম্মৎ ফাতেমা আক্তার জানান,তাকে নিয়ে যাওয়ার পর তার স্বামী তাকে তার ফোন নাম্বার থেকে ফোন করে জানায় যে,কোন সমস্যা নেই। তাকে মামুনুল হকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর থেকে তার নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার তিনি ডিবি ও র‌্যাব অফিসে তার থখাজ নিতে গেলে তারা অস্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ