Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামুনুল হক স্বীকার করলেন ফোনালাপ তার, নেটিজেনদের যে প্রতিক্রিয়া

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৭:৩৩ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে স্বীকার করেছেন, গত কয়েক দিনে ফাঁস হওয়া ব্যক্তিগত ফোনালাপগুলো তারই ছিল। একের পর এক তার ফোনালাপ ফাঁস হওয়ার পর অনেকের সন্দেহ ছিল- এগুলো সত্যি তার কথোপকথন কি-না। না-কি কেউ এসব তৈরি করেছেন। তবে বৃহস্পতিবার মামুনুলের বক্তব্যের পর ফোনালাপ যে তারই সে বিষয়ে কোনো সংশয় থাকলো না।

সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে গত শনিবার এক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে আজ সোয়া তিনটার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন।

মামুনুল হক বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এখানে আমার ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। সেই ব্যক্তিগত আলাপচারিতা ও কথপোকথন জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। যারা আমার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করেছেন অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'

তিনি আরও বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা হচ্ছে, এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তিনি বলেন, এই যে এতোগুলো ফোনালাপ ফাঁস করা হলো তাতে কি প্রমাণ মিলেছে যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়? বরং যতগুলো তথ্য প্রমাণ আপনারা ঘাঁটাঘাঁটি করেছেন, সবগুলোর মাধ্যমে এই কথাই দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে, জান্নাত আরা ঝর্না আমার বিবাহিত স্ত্রী।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেন, ‘স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনও সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে।

কয়েকদিন ধরে ব্যাপক আলোচিত-সমালোচিত মাওলানা মামুনুল হক তার নিজের ব্যক্তিগত ভুলের জন্য হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন। বলেন, আমার অসাবধানতা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি, সেই জন্য আমি নিজেই মর্মাহত। আমার কারণে আজকে সেখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কাছে আমি হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করছি।

মামুনুল হকের সর্বশেষ এই লাইভ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। পক্ষে-বিপক্ষে নানাজন নানা মন্তব্য করেছেন।

ফেসবুকে রাজু আখতার হুসাইন লিখেছেন, ‘‘ভূল স্বীকার করা অপরাধ নয়, গ্রহণযোগ্যতার নির্দশন, ধন্যবাদ মামুনুল হককে। যারা ব্যাক্তিগত ফোনালাপ ফাঁস করে অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিৎ। কারো ব্যাক্তিগত বিষয়ে জনসমক্ষে প্রকাশ মানবাধিকার লঙ্ঘন।’’

এসএম আনাস হুসাইন লিখেছেন, ‘‘কল রেকর্ড ফাসের জন্য এবার একাত্তর টিভির ডিজিটাল আইনে মামলা হবে। মামুনুল তো সব শিকারই করে নিলো এবার। খেলা জমে গেছে। এবার আইন বুঝে কথা বলেন সবাই। কিছু দিনের মধ্যে দেখবেন সব দোষ বিএনপি আর জামাতের ঘাড়ে পরবে।’’

ফয়সাল চৌধুরী লিখেছেন, ‘‘আল্লাহর প্রকৃত বান্দারা কোনো ভুল করলে সেটার জন্য সর্বদা অনুতপ্ত থাকে। তারমানে এটা না যে রিসোর্টে উনি ফুর্তি করতে গেছে। আল্লাহ্ আপনাকে সাহায্য করুক।’’

মামুনুল হকের সমালোচনা করে মহি উদ্দিন আহমদ লিখেছেন, ‘‘প্রশ্নটা বিয়ে নিয়ে নয়, যে পরিবেশ পরিস্থিতিতে আপনি কথিত অবকাশ যাপনে গেলেন, সেটা নিয়ে প্রশ্ন! সতেরটাটা লাশের উপর দাড়িয়ে কিভাবে পরিবারের সব সদস্যদের না নিয়ে শুধু একজন নিয়ে অবকাশে গেলেন?আপনি যদি একজন সেকুলার নেতা হতেন, তাহলে প্রশ্ন উঠতোনা।কিন্তু আপনি একজন ধর্মীয় নেতা!আপনার ও বউ নিয়ে ঘুরতে অধিকার আছে, কিন্তু লাশের উপর দাড়িয়ে নয়। কওমীরা যে রাজনীতির মাঠে একেবারে শিশু, সেটা আরেকবার প্রমাণিত হল।’’

দ্বিপু ইসানি লিখেছেন, ‘‘এতদিন চিল্লাইয়া শেষ পাবলিক, রেকর্ড গুলো এডিট করা, আজ ত ওনিই স্বীকার করলো, যে রেকর্ড সব ওনার, আবার রেকর্ড ফাঁসের জন্য নাকি মামলা ও করবে, যার জন্য পাবলিক চিল্লাইয়া গলার ১২ টা বাজাইছে তারা কই?’’

 

 



 

Show all comments
  • Mohammad Saidul ৯ এপ্রিল, ২০২১, ৯:১২ এএম says : 0
    এই এক মামুনুল হকের জন্য অনেক আলেমের মাথা হেট হয়ে গেছে তার লাইভে বক্তব্যের মাধ্যমে
    Total Reply(1) Reply
    • Saleh Bablu ৯ এপ্রিল, ২০২১, ১১:০৯ এএম says : 0
      সত্য কে স্বীকার করা হচ্ছে বুদ্ধি মানের কাজ ।
  • Dhusor Kamrul ৯ এপ্রিল, ২০২১, ৯:১৩ এএম says : 1
    মামুনুল হক স্বীকার করলে ৭১ টিভির দুঃখ আছে...এখন ৭১ টিভির বিরুদ্ধে মামলা করতে পারবে চাইলে।
    Total Reply(0) Reply
  • Mahi Palash ৯ এপ্রিল, ২০২১, ৯:১৪ এএম says : 0
    অনেকেই বিশেষ করে আলেম হিসেবে পরিচিত যারা তারাও মামুনুল হকের ব্যাপারে অনেক কথাই বলতেছে। কিন্তু কেউ সাহস করে তার মুহাবালার চ্যালেঞ্জ টা নিচ্ছে না কেন? ক্ষমতাসীন বা দুনিয়াবি চিন্তাধারায় তাড়িত পলিটিশিয়ানরা এইসব করবে না জানি। কিন্তু আলেমগন যারা তাকে কতল,দোররা মারার, আরো অনেক কিছু করার পক্ষে তারা তো চাইলে মুহাবালায় যেতে পারে! যাচ্ছে না কেন? আর মামুনুল হকের বিষয়টি হল সে ঐ মহিলাকে বিয়ে করেছে যা তার ১ম স্ত্রীর কাছে বোধহয় গোপন ছিল। এজন্যই সে ফোনে ঐ টাইপ কথা বলেছে বোধহয়। কিন্তু যারা যেনার ইলজাম দিচ্ছে তারা চাইলে তার সাথে মুহাবালায় যেতে তো পারে।
    Total Reply(0) Reply
  • Bongo... ৯ এপ্রিল, ২০২১, ৯:৫১ এএম says : 0
    French Govt curbed islamic uprising in AlZeria by placing paid intelligence agents in the top positions in the militant groups, in the islamic political parties, and doing flop operations/movements one after another against French military. This demoralize their sympathizes from common muslim masses so deep and eventually face defeat. ...
    Total Reply(0) Reply
  • Bongo... ৯ এপ্রিল, ২০২১, ১০:০৭ এএম says : 0
    You should first resign from all positions from Mosques, Madrasas, Organizations, parties. Then come to speak in public. Have some shame? Don't be a victim of 1971 plus ,,, virus.
    Total Reply(0) Reply
  • মুফতি প্রফেসর ড আহমদ ৯ এপ্রিল, ২০২১, ১০:২৮ এএম says : 1
    দেশ, জাতি, হেফাজত, মামুনুল সকলের জন্য এসময় সবচেয়ে ভাল হবে, মামুনুলের মত তুলনামূলক অল্প বয়ষক এবঁ অনভিজ্ঞ ও অপরিপক্কদের হেফাজতের নেতৃত্ব থেকে সসম্মানে সরে গিয়ে আল্লামা শফির মত বয়িজৈষ্ঠ কোন আভিজ্ঞ আলেমের অধীন নিশ্চুপে দীর্ঘকালীন শিক্ষানবীশীতে নিয়েজিত হয়ে আলেমের যে কাজ - দলমত নির্‌বিশেষে নেতা নেত্রী আর সাধারণ মানুষকে সস্নেহে সসম্মানে হিকমতের সঙ্গে ধর্মসম্মত সৎ পরামর্শ দিয়ে সমাজের যতখানি ভাল করা যায়, শুধু তার জন্য প্রস্তুত হওয়া। যদি সরাসরি রাজনীতি করার অভিপ্রায় থাকে, তা'হলেও তার পরে দীর্ঘদিন কোন অভিজ্ঞ রাজনীতিবদের আধীন নিশ্চুপে শিক্ষানবীশি করে রাজনীতি শিক্ষা করে মওলানা তর্কবাসীশ, মওলানা ভাসানী বা মৌলভী তমীজুদ্দীন খানের মত নির্মোহ অথচ সফল রজনীতিবদ আলেম হিসেবে তৈরী হওয়া। হেফাজত সমাজে একটি প্রয়োজনীয় ভূমিকা নিয়ে আবিরভূত হয়েছিল - আল্লামা শফীর নির্মোহ ও বিচক্ষন নেতৃত্বে অরাজনৈতিক সার্বজনীন বা ব্যাপক ধর্মীয় গ্রহনযোগ্যতা নিয়ে বেশ কিছু ভাল কাজও করেছিল - তঁর বয়স ও সরলতার সুযোগ নিয়ে বাবু নগ্রী আর মামুনুলদের মত অপরিপক্কদের অর্থহীন বাগাড়ম্বরের ভেতর দিয়ে তার স্্ঃলন শুরু হয় সম্প্রতি - এ দু'জনের হেফাজতের নেতৃত্ব থেকে সসম্মানে সরে গিয়ে বযোজেষ্ঠ অভিজ্ঞ দের হাতে, আর তাঁদের সবিনয় অনুগত্যে সক্ষম যে সব আলেম তাঁদের হাতে ছেড়ে দিয়ে হেফাজতকে তার মূল ভুমিকা ও চরিত্রে ফিরিয়ে নিয়ে রাক্ষা করে জাতির এই কঠন সময়ে নেতা-নেতর্ী জনতা জনগনমনের আত্মশুদ্ধির কাজে সহায়ক শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা বানছনীয়। এতে মামুনুল হক আর বাবুনগরীদের ও স্বীয় প্রকৃত ভুমিকায় ফরে গিয়ে দোষ্ত্রুটি সংশোধনের আর পেরেশানীমুক্ত হওয়ার সুযোগ হবে। প্রকৃত আলেমদের পূর্বসূরী ইমাম আবু হানীফার মত রা এভাবেই মহান ভুমিকা পালন করে গিয়েছেন, এমন কি শহীদও হয়েছেন। হিকমত আার ধৈরযের কোন বিকল্প নেই। আল্লাহ পাকই সহায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামুনুল হক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ