পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সস্ত্রীক কোভিড টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাধানীর সোহরায়ার্দী হাসপাতালে তারা এই টিকা গ্রহণ করেন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের ৫৬ বিচারপতিও টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন,প্রধান বিচারপতি সস্ত্রীক করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া আপিল বিভাগের ৫ জন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যালয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। অন্যান্য বিচারপতিও একই দিনে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।