বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আরো ৪৭৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষা করে ৪৭৩ জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। শনাক্তের হার ১৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ছিলো ৪১৪ জন। ওই দিন সংক্রমণের হার ছিলো ১৫ শতাংশ। চট্টগ্রামে এ নিয়ে মোট আক্রান্ত ৪৩ হাজার ১৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪০৬ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে যুবকের সংখ্যা বেশি হলেও মৃত্যুর তালিকায় ষাটোর্ধ্বের সংখ্যাই বেশি। করোনায় মৃত্যুবরণকারী চারশ জনের মধ্যে ২২২ জনের বয়স ষাটের উপরে। পঞ্চাশের বেশি বয়সের মারা গেছেন ৯৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।