পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশের আন্তর্জাতিক মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে। বুধবার রাজধানীর মতিঝিলে বিএবির কার্যালয়ে এই সনদ হস্তান্তর করা হয়। তিনটি প্রতিষ্ঠান হচ্ছে রেনেটা লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি (সেন্ট্রাল ল্যাবরেটরি) ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি (পটেন্ট প্রডাক্ট ফ্যাসিলিটি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই), পেস্টিসাইড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি (পিএএল)। এখন থেকে এই ল্যাবরেটরিগুলোর গবেষণা ফলাফল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে। সরকারি প্রতিষ্ঠান বিএবি আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে থাকে। দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার গুণগত মানের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য স¤প্রসারণের লক্ষ্যে বিএবি কাজ করছে। সনদ হস্তান্তর করেন বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।