Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অচিরেই শিল্প হিসেবে ঘোষণা ফ্যাশন ডিজাইনকে

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : অচিরেই শিল্প হিসেবে ঘোষণা করা হবে ফ্যাশন ডিজাইন সেক্টরকে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ব্যবসা সংযোগ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানান। এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণপ্রাপ্ত ‘এসএমই ফ্যাশন ডিজাইনারদের’ সঙ্গে দেশের ‘ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারীদের’ ব্যবসা সংযোগ স্থাপনের লক্ষ্যে বুধবার সিরডাপ সম্মেলন কেন্দ্রে ব্যবসা সংযোগ বিষয়ক কর্মশালার আয়োজন করে। কর্মশালাটিতে এসএমই ফ্যাশন ডিজাইনার, ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারী, ফ্যাশন ইনস্টিটিউটসমূহের ছাত্র-ছাত্রীবৃন্দ, ফ্যাশন গবেষকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ্উদ্দিন আকবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অচিরেই শিল্প হিসেবে ঘোষণা ফ্যাশন ডিজাইনকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ