Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন সম্ভব

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে ‘এসডিজির বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। পিকেএসএফের সভাপতি ড. মো. খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আবদুল হালিম। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোনো দেশের একক উন্নয়ন নয়। বৈশ্বিক এ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে আন্তর্জাতিকভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে। বক্তারা বলেন, উন্নত দেশের সক্ষমতা অনুযায়ী আন্তর্জাতিক পরিমÐল থেকে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর দিকে সহযোগিতার হাত প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং সুশাসন এ চারটি বিষয় টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো নিশ্চিত করা গেলে সম্ভব হবে এসডিজির লক্ষ্যমাত্রায় পৌঁছানো। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার মূল কথা হলো দেশের কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না। আর এসডিজিতেও বলা হয়েছে, উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে কেউ বাদ যাবে না। সমাজের সর্বস্তরের সকলকে সম্পৃক্ত করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন সম্ভব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ