পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় মূলধন উত্তোলনে আগ্রহী কোম্পানির আবেদনের মূল্যায়ন প্রতিবেদন দিতে হবে। এ সময়ের মধ্যে তা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে জমা দিতে হবে। বুধবার এ বিষয়ে ডিএসই ও সিএসইকে নির্দেশনা দেয়া হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, শেয়ারবাজার থেকে আইপিও প্রক্রিয়ায় মূলধন উত্তোলনে আগ্রহী কোম্পানিকে স্বল্পতম সময়ে সিদ্ধান্ত জানাতে এ নির্দেশনা দিয়েছে বিএসইসি। আইপিওর সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূলধন উত্তোলনে আগ্রহী কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের কাছ থেকে অনাপত্তিপত্র গ্রহণ বাধ্যতামূলক। সম্প্রতি বুক বিল্ডিং পদ্ধতিতে মূলধন উত্তোলনে আগ্রহী আমারা নেটওয়ার্কস কোম্পানির আইপিও আবেদন বিষয়ে নেতিবাচক মূল্যায়ন দেয় ডিএসই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।