Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে করোনাকালীন লকডাউনে ও আসন্ন রমজান মাসে ২৫০ কর্মহীন, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে মুবিজবর্ষ উপলক্ষ্যে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার তুলে দেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা জেলার ৬৮ টি ইউনিয়নের প্রায় ২৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে উপহার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ