পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বে-টার্মিনাল বাস্তবায়ন শুধু চট্টগ্রামে নয়, সমগ্র দেশবাসীর প্রাণের দাবী। দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জনের পথ সুগম হবে। তিনি গতকাল বুধবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
নগরীর সমুদ্র উপকূলবর্তী কাট্টলিতে বে-টার্মিনাল যেখানে নির্মিত হবে সে স্থানটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রতিরক্ষা দেয়াল নির্মাণ এলাকা পরিদর্শন করেন মেয়র। পরিদর্শনকালে মেয়র পানি নিষ্কাশনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত সুইচ গেইটের কার্যকারিতা হারাবে এবং পানি চলাচলে বাধাগ্রস্ত হবে বলে মত প্রকাশ করেন। এ সময় উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।