Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৬:২৪ পিএম | আপডেট : ৬:৪২ পিএম, ৭ এপ্রিল, ২০২১

করোনা নিয়ন্ত্রণে আইসিইউ, বেড, টেস্ট ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তবে সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এরই মধ্যে হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় নিজ বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান অবস্থায় সেবা বাড়ালেও অধিক চাপের কারণে অনেকেই করোনায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।

এসময় মন্ত্রী আরো জানান, করোনায় ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সরকারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।

সভায় যোগ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানান, এইভাবে চলতে থাকলে শুধু হাসপাতাল বাড়িয়ে করোনা সামাল দেয়া সম্ভব হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাড়তি সতর্কতা নেয়ার পরামর্শ দেন তিনি।



 

Show all comments
  • ।।শওকত আকবর।। ৭ এপ্রিল, ২০২১, ১০:০১ পিএম says : 0
    ব্যাবসায়ীদের আগাম ঘোষনা রোববার থেকে দোকান খুলবে।সামনে রোজার মাস কি করবে ব্যাসায়ীরা।আর আমাদের তো বেহালদসা।ডেকোরেটর মালিকরা আমরা দিশেহারা।আমাদের কথা কেউ ভাবেনা।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৭ এপ্রিল, ২০২১, ১১:৩৬ পিএম says : 0
    করোনা ভাইরাস মৃত্যু অর্থনৈতিক মৃত্যুর মাঝে ব‍্যবসায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মহোদয় অসহযোগিতা কথা বলেছেন।মানুষ স্বাস্থ্য বিধি কিভাবে মানবেন। আপনি লকডাউন ঘোষণা দিয়ে কার্যকর করার মধ্যে নাই।বইমেলাখোলা শিল্প কারখানা খোলা ব‍্যাংক খোলা গনপরিবহন রাস্তায় বিভিন্ন প্রতিষ্টান খোলা। এটি লকডাউন হলো?? কি দিলেন? সমগ্র দেশের ব‍্যবসায়ী বিভিন্ন মার্কেটের লক্ষ লক্ষ মালিক শ্রমিক আপনাদের সিদ্ধান্ত পরিকল্পনা মানত পারছেনা। প্রচন্ড প্রতিবাদী হয়ে রাজপথে ভাইরাসের আক্রান্ত মৃত্যুর ভয় মাথায় নিয়ে মিছিল সমাবেশ করছে। ঐক্যবদ্ধ ভাবে জীবিকার জন্যে স্বাস্থ্যবিধি মেনেই দোকান খুলে দিলে আপনাদের কি অসুবিধা?অদৃশ্য ভাইরাস ভয়ংকর হচ্ছে সত্যি। কিন্তু জীবিকার জন্যে পরিকল্পিত ভাবে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মোতাবেক ব‍্যবসা প্রতিষ্টান খুলার ঘোষণা দিন।যোগাযোগ মস্ত্রী পরিবহনের মালিকদের শাস্ত করে দিয়েছেন। আমাদের অর্থমন্ত্রী ব‍্যবসায়ী শান্ত করবেন। আপনি নিয়ন্ত্রণহীন ভাবে অসহায় ভাবে জাতির সামনে কেন শিরোনাম হবেন নির্দেশনা মানছেনা। সরকারের উচ্চ পয‍্যাযে সিদ্ধান্ত হয় বাস্তবায়ন করেন আইন শৃংখলা বাহিনী। যেখানেই মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল লকডাউন বাস্তবায়নের সংবাদ পত্রে শিরোনামও ছিল। কার্যকর হলো কেন এলোমেলো হলো কেন??? শক্তিশালী হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ