পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সম্মত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে ২০ এপ্রিল। এর আগেই ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে।
গতকাল মঙ্গলবার চুয়েট একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভিসি ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।
সভা সূত্রে জানা গেছে, সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তাবিত নীতিমালা আগামী সপ্তাহের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে। এরপর ২০ এপ্রিল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এই তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি আগের মতোই থাকবে। তবে পরীক্ষায় আগের তুলনায় নম্বর কমবে। সূত্রটি বলছে, সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনসহ ৬০০ নম্বরের পরীক্ষা হবে। তবে বিষয়গুলো এখনো নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে জানানো হয়েছিল, ১২ জুন সমন্বিত পদ্ধতিতে তিন প্রকৌশলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।