Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. প্রকৌশলী এসএম নজরুল ইসলামকে আহবায়ক করে ২০১ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ড. প্রকৌশলী হাবিবুর রহমান ও প্রকৌশলী মো. নুরুজ্জামান এর নেতৃত্বে গঠিত মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কমিটি গঠিত হয়েছে। আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
নতুন কমিটির আহবায়ক প্রকৌশলী এসএম নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও গতিশীল করতে সংগঠনটি ভূমিকা রাখবে। সূত্র মতে, সম্প্রতি রাজধানীর কলাবাগানে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- প্রকৌশলী মো. রহমত উল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার, প্রকৌশলী মোসাদ্দেকুজ্জামান, প্রকৌশলী শাহাদাত হোসেন শেলী, প্রকৌশলী আব্দুল রাজ্জাক, প্রকৌশলী আমিনুল ইসলাম ফয়সাল, প্রকৌশলী শফিকুল ইসলাম অনু, প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ বাহাদুর, প্রকৌশলী মামুনুর রশীদ, প্রকৌশলী আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, প্রকৌশলী মো. আবুল কাসেম আকন সীমান্ত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ