Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে ৫ ঘর ভস্মীভূত

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার গাবতলী কাগইলের পীরপাড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দিনমজুর দুলাল সরকারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাগইলের পীরপাড়া গ্রামের মৃত মালেক সরকারের ছেলে দিনমজুর দুলাল সরকার গত সোমবার রাত ১২টা ৩০মিনিটে ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে আগুন দেখতে পায়। এরপর তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়। এর মধ্যেই আগুনে দুলালের ৫টি টিনসেট ঘর ভস্মীভূত হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দিলে শিবগঞ্জ ফায়ার সার্ভিস সরুপথ হওয়ায় গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়। দিনমজুর দুলালের বাড়ি-ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি দাবি করেন তার ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ