Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাঁদপুরে রেজিস্ট্রেশন করেও করোনা টিকা নেয়নি ১৫,৮৮৯ জন

দ্বিতীয় ডোজ শুরু কাল

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চাঁদপুরে রেজিস্ট্রেশন করেও গত দুই মাসে করোনা টিকা নেয়নি ১৫ হাজার ৮শ’ ৮৯জন। আগামীকাল ৮ এপ্রিল থেকে দ্বিতীয় রাউন্ড টিকা শুরু হবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, গত ৭ ফেব্রæয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭৩ হাজার ৫শ’ ৫৮ জন।

গত সোমবার ৫ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের সকল বুথে মোট টিকা গ্রহণ করেছে ৫৭ হাজার ৬শ’ ৬৯ জন।
তথ্য মতে, এখনো ১৫ হাজার ৮শ’ ৮৯জন করোনা টিকা নেয়নি।

এ ব্যাপারে মেডিক্যাল অফিসার ডা. ইছারুহুল্লাহ বলেন, চাঁদপুরে দ্বিতীয় ডোজ শুরু করতে প্রথম ডোজ কার্যক্রম কয়েকদিন বন্ধ রেখে আগামী ৮ এপ্রিল থেকে শুরু করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আমাদের হাতে প্রায় ১৫ হাজার ডোজ রয়েছে। শুরু করার মধ্যেই বাকি ভ্যাকসিন চলে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ