রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পানিবাহিত ও আবহাওয়ার কারণে আমতলীতে বেড়েই চলছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত ২০ মার্চ হতে গত সোমবার পর্যন্ত উপজেলা হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬শ’ ২৫ জন রোগী চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানিবাহিত ও আবহাওয়ার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েই চলছে। ওষুধ সরবরাহ রয়েছে। প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।
জানা যায়, প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসব শিশু চিকিৎসার জন্য ৫০ শয্যার উপজেলা হাসপাতালে ভিড় করছে। আক্রান্ত হয়ে জরুরি বিভাগে ৫০-৬০ জন চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩০-৩৫ জন হাসপাতালে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭দিনে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬শ’ ২৫ জন রোগী। এর মধ্যে প্রায় অর্ধেক শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় এসব রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। দ্রæত সমস্যা সমাধানের দাবি রোগীদের।
রোগীদের অভিযোগ, ভর্তির পর হাসপাতাল থেকে খাবার স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেয়া হয়। বাকি ওষুধ দোকান থেকে কিনতে হয়। এছাড়া তেমন চিকিৎসাও পাওয়া যাচ্ছে না।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবদুল মুনায়েম সাদ বলেন, পানির কারণে ডায়রিয়া এবং আবহাওয়ার কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। শুধু আমাদের এই হাসপাতালেই নয় পুরো জেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার অনেক রোগী। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।