Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঞ্জুর মৃত্যুবার্ষিকী আজ

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোারেশনের মেয়র মরহুমর নাজিউর রহমান মঞ্জুর ১৩ম মৃত্যুবার্ষিকী আজ। গতকাল মঙ্গলবার মরহুম নাজিউর রহমান মঞ্জুর স্মরণে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর উদ্যোগে দোয়া, আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া পারিবারিকভাবে মরহুমের জন্য দোয়া মোনাজাত করা হয়।

জানা যায়, ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারণে ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক এলজিআইডি মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। মঞ্জু ১৯৪৮ সালের ৩০-শে জুন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম বজলুর রহমান মিয়া। ৪ ভাইয়ের মধ্যে তিনি ২য়।

তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ও হুসাইন মুহাম্মদ এরশাদের ১৮ দফা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ে জাতীয় পার্টি (জাপা)’র মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি চারদলীয় ঐক্য জোটের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) শরীক দল ছিলেন। এছাড়াও ১৯৮৬ সালে তিনি এমপি নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ